রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

ডিআরইউতে “হেপাটাইটিস বি” ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ

দূরবীণ নিউজ প্রতিবেদক :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, হেপাটাইটিস-বি নিয়ে এখনও বাংলাদেশে অনেক সচেতনতার অভাব রয়েছে। এখনও প্রচারের অভাব রয়েছে, এখানে সাংবাদিকদের কাজ করার সুযোগ রয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও পরিবারের সদস্যদের জন্য “হেপাটাইটিস বি” ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুুর রহমান,সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ , দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুশান্ত কুমার সাহা, আইসিটি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশিম মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মানোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ সলিম উল্লাহ মেসবাহ ,কার্য নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাবিব রহমান, সাঈদ শিপন, মহিবুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে, সেভাবেই প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতে কয়েক মাস কিছুটা সমস্যা ছিল, সেগুলো কাটিয়ে উঠেছি। সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে, সেভাবেই প্রস্তুতি রয়েছে। সেচ মৌসুম নিয়ে বিদ্যুৎ জ্বালানিতে কোন সমস্যা হবে না। গত বছর যে চাহিদা ছিল এ বছর ৮ থেকে ১০ শতাংশ বেড়ে যাবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন কমবে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত। ২০২৭ সালের পরে সেটি কভার করতে পারবো। শেভরন বাংলাদেশ নতুন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। সেখানে অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরাতন কূপে যেটুকু কমে যাবে নতুন এলাকা থেকে ঘাটতি পুরন হয়ে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, হেপাটাইটিস-বি নিয়ে এখনও অনেক সচেতনতার অভাব রয়েছে। এখনও প্রচারের অভাব রয়েছে, এখানে সাংবাদিকদের কাজ করার সুযোগ রয়েছে। # একে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12