দূরবীণ নিউজ প্রতিবেদক :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত , বরেণ্য প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা ।
মঙ্গলবার (২৮ এপ্রিল ) এক শোক বার্তায় জাতীয় অধ্যাপক মরহুম জামিলুর রেজা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র। একইসাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোক বার্তায় ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র বলেন, ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন দেশের একজন প্রাজ্ঞ ও কৃতি ব্যক্তিত্ব। প্রকৌশলী, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে তার দক্ষতা ও সুনাম বিশ্বব্যাপী স্বীকৃত। দেশের অবকাঠামো নির্মাণ খাতে তার অনন্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। একুশে পদক প্রাপ্ত এই গুণী ব্যক্তিত্বের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি আরো বলেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। জামিলুর রেজা চৌধুরী মৃত্যু পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভিসি ছিলেন। একুশে পদক পাওয়া এই সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি।
জানা যায় ,২৮ এপ্রিল ভোর ৪ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। জামিলুর রেজা চৌধুরী মৃত্যু পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভিসি ছিলেন। একুশে পদক পাওয়া এই সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি। # কাশেম