দূরবীণ নিউজ প্রতিবেদক :
অবশেষে সরকার সারাদেশে কর্মহীন ও দরিদ্র মানুষকে সহায়তা দিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত করেছে। সোমবার (১৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ও হতদরিদ্রদের খাবারের ব্যবস্থা করতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি চালু করে সরকার। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থান থেকে চাল চুরি ও আত্মসাতের খবর আসতে থাকে।
খাদ্য সচিব সংবাদমাধ্যমকে আরো জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এর কার্যক্রম আবার শুরু হবে।
খাদ্য সচিব জানান, এই মুহূর্তে খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। একই সময়ে ত্রাণও বিতরণ করা হচ্ছে। তাই চাল পর্যাপ্ত থাকার কারণে দুর্নীতির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই চাল কিনতে দীর্ঘ লাইন পড়ে যায়। এতে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এটি আপাতত স্থগিত করা হয়েছে। # কাশেম