দূরবীণ নিউজ ডেস্খ:
সাবধা ! করোনা ভাইরার্স থেকে বাাঁচার জন্য রাজধানীসহ সারাদেশে কোথায়ও অহেতুক রাস্তায় কিংবা চায়ের দোকানে আড্ডায় সময় নষ্ট না করে নিজ নিজ বাসা বাড়িতে আবস্থানসহ বেশ কিছু নির্দেশনা সরকারে পক্ষ থেকে জারি করা হয়েছে। ওইসব নির্দেশনা অমান্য করলে সামনে কঠিন বিপদ আছে।
জানাযায়, করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজধানীসহ সারাদেশেই সুপার মার্কেট, হাট-বাজার, শপিং মল , হোটেল- রেস্তোরা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। অথচ দেশের বিভিন্ন এলাকায় এখনো কিছু লোক করোনা ভাইরার্সকে তো ভয় করেই না, এমন কি কর্তৃপক্ষের নির্দেশনাও আমলে নিচ্ছেন না। তারা দল বেধে ঘুরা ঘুরি করছেন।
তারা বিনা প্রয়োজনে অহেতুক ঘন্টার পর ঘন্টার রাস্তায়, হোটেলে, কিংবা রাস্তার পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন আর টিভি দেখচ্ছেন।
এদিকে মঙ্গলবার (২৪ মার্চ) মানিকগঞ্জে একটি বাস স্ট্যান্ডে চায়ের দোকানে অহেতুক আড্ডায় মগ্ন একদল লোককে আটক করেছে টহলরত সেনাবাহিনীর সদস্যরা। পরে রাস্তায় হালকা সাজা দিয়ে প্রথম বারের মতো তাদেরকে ছেড়ে দেওয়া হয় । তবে তাদেরকে ১০০ বার করে কান ধরে উঠ বস করিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই দৃশ্যটি বেশ জন সচেতনতা হিসেবে প্রশংসা পেয়েছে। এর ফলে বাকি আড্ডাবাজরা সতর্ক হবার কথা । # কাশেম