দূরবীন নিউজ প্রতিবেদক :
ইরাকে সরকার বিরোধীদের সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো শতাধিক।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় এ ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। খবর আলজাজিরার।
নিরাপত্তা সূত্র আলজাজিরাকে জানিয়েছে এ ঘটনায় আরো অন্তত ১২০ জন আহত হয়েছেন। বুধবার শিয়াদের কাছে পবিত্র শহর নাজাফে ইরানি কনস্যুরেটে হামলার একদিন পর এ সংঘর্ষের ঘটনা ঘটলো।
আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মেডিক্যাল সূত্রে আলজাজিরা বলছে, নিহতের সংখ্যা ১৮ ছাড়িয়েছে। তবে সরকারিভাবে এখনো তা স্বীকার করা হয়নি।
গত পহেলা অক্টোবর থেকে সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনে নামেন ইরাকিরা।
ইরাকেরর রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলে আন্দোলন তীব্র আকার ধারণ করে। এ আন্দোলনে এ পর্যন্ত ৩৭০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। #