দূরবীন নিউজ প্রতিবেদক :
জামালপুর জেনারেল হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাজী গোলাম মোস্তফা খোকনকে ৩৬ হাজার টাকা ঘুষসহ গ্রেফতার করেছে দুদক।
বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের একটি বিশেষ টিম ৩৬ হাজার টাকা ঘুষসহ জামালপুর জেনারেল হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাজী গোলাম মোস্তফা খোকনকে গ্রেফতার করা হয়েছে ।
এসময় গোলাম মোস্তফা খোকনের পরিহিত প্যান্টের পকেট থেকে আরো ২৭,০৩২ টাকা এবং তার ব্যবহৃত স্টীলের আলমারি হতে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। অতিরিক্ত টাকার বিষয়ে আসামি গোলাম মোস্তফা খোকন তাৎক্ষণিক সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপসহকারী পরিচালক রাজু মোঃ সারওয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। #