দূরবীণ নিউজ প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩ টায় রাজধানীর মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মো. জুলফিকার আলী ইন্তেকাল করেন। তিনি ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে । তার লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে।
এদিকে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সবার কাছে পরিচালক মো. জুলফিকার আলীর আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন। জুলফিকার আলী দুদকে সততা ও দক্ষতার নজির স্থাপন করেছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১ টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে পরিচালক মো. জুলফিকার আলীর মরদেহ আনার পর তার সহকর্মীরা চোখের পানি ধরে রাখতে পারেননি। কারণ কর্মজীবনে তার সততা, ন্যায় নিষ্টা এবং ভাল ব্যবহার তাকে জনপ্রিয় করেছে।
জানাজা নামাজের আগে পরিচালক মো. জুলফিকার আলীর স্মৃতিচারণ করে তার সহকর্মীরাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরমধ্যে পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন, তার ব্যাচমেট দুদক পরিচালক আকতার হোসেন ও উপ পরিচালক মোহাম্মদ জহিরুল হুদাসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। দুদক কর্মকর্তারা মরহুম জুলফিকার আলীর দক্ষতা ও সততার অনেক প্রশংসা করেন। পরে দুদক চত্বরে তার জানাজা নামাজে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার মোজাম্মেল হক খান,কমিশনার জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম কর্মীরাও অংশ গ্রহণ করেন।
দুদক সূত্র মতে, পরিচালক মো. জুলফিকার আলী গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার তাকে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন।
তার ছোটবেলা কেটেছে ঢাকার মহাখালী এলাকায়। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে। জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে ১৯৯৫ সালে যোগদান করেন। ২০০৭ সালে উপ পরিচালক ও ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুুরোতে যোগদান করেন। #