দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চ “ব্যবসা-বাণিজ্যে মানবাধিকার সংরক্ষণ বিষয়ক জাতিসংঘ চুক্তি ও আইনি বাধ্যবাধকতা” শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করেছে ২৪ জুলাই, সন্ধ্যা ৭টা-৯টায়।
জানা যায়, ওয়েবিনারটি সঞ্চালনা করবেন জ্যোতির্ময় বড়ুয়া। আলোচনাপত্র উপস্থাপন করবেন অপরাজিতা সংগীতা। আলোচনায় থাকবেন- সৈয়দা রিজওয়ানা হাসান (নির্বাহী পরিচালক, বেলা), মো. জাহিদ হোসেন (মানবাধিকার কর্মকর্তা, জাতিসংঘ), গওহার নাঈম ওয়ারা (দূর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ), মোহাম্মদ এজাজ (রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার), ইফতেখার মাহমুদ (প্রথম আলো), শরীফ জামিল (সাধারণ সম্পাদক, বাপা), ড সাজ্জাদ জহির (নির্বাহী পরিচালক, ইকনোমিক রিসার্চ গ্রুপ), শামসুল হুদা (নির্বাহী পরিচালক, এএলআরডি)।ওয়েবিনার শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন এম. জাকির হোসেন খান।
ওয়েবিনারটি প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চের এই পেজ থেকে লাইভ সম্প্রচার করা হবে। https://www.facebook.com/lnspbd/ । # প্রেস বিজ্ঞপ্তি ।