দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ/দপ্তরে কর্মরত ৭ জন মাস্টার রোলের কর্মচারী খালি হাতে বিদায় হলেন। ওই ৭ জনের মধ্যে পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী ও দুইজন মালীকে কর্মচ্যুত করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় কর্পোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১৯ জুলাই) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ জুলাই ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে ৭জনকে কর্মচ্যুত করা হয়। এরা হলেন, পরিচ্ছন্নতা কর্মী শ্রী মতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।
অফিস আদেশে বলা হয়, যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তাঁরা কর্পোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মীদের বয়স ইতোমধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে কর্মচ্যুত করা হলো।
জনস্বার্থ জারিকৃত এই অফিস আদেশ ১৭ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন , বিদায় তারা কর্পোরেশন বিধিমালা মোতাবেক কোন ধরণের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। # প্রেস বিজ্ঞপ্তি ।