সর্বশেষঃ
ঢাকা দক্ষিণ সিটিতেদ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ৯৫ হাজার টাকা জরিমানা এনআরবি ব্যাংকের অর্থ আত্মসাৎ: রিজেন্টের সাহেদসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়া ওএসডি উপজেলা পরিষদে ইউএনওদের একক ক্ষমতা বাতিল করেছেন হাইকোর্ট হোমল্যান্ড লাইফে লোপাট:দুদক ও আইডিআরএকে তদন্তের নির্দেশ হাইকোর্টের তারেক- জোবায়দার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৯ এপ্রিল মো.সাহাবুদ্দিন আহমেদের শপথ নিতে বাধা নেই, রিট আপিলেও খারিজ দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের হলফনামার প্রতি নজর রাখব: দুদক চেয়ারম্যান ‘বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজে আগ্রহী যুক্তরাষ্ট্র’ ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস ফিনল্যান্ডের
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন

বিমান বাংলাদেশের ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা, গ্রেফতার- ২

বিমান বাংলাদেশের ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা, গ্রেফতার- ২
দূরবীন নিউজ প্রতিবেদক :
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্গো শাখায় দায়িত্ব পালনকালে অসদুদ্দেশ্যে পারষ্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওই মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে দুদক। গ্রেফতারকৃত ২ আসামি হলেন, মোহাম্মদ আলী আহসান ও ইফতেখার হোসেন চৌধুরী। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের মামলার ১৬ আসামির হলেন :
(১) মোহাম্মদ আলী আহসান (পি – ৩৪৭০৮), সাবেক মহাব্যবস্থাপক (কার্গো), বিমান বাংলাদেশ এয়ারলাইনস (পরবর্তীতে পরিচালক, মার্কেটিং এন্ড সেলস, বর্তমানে অবসরপ্রাপ্ত), (২) মোঃ আরিফ উল্লাহ (পি – ৩৬৫২৩), ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (কার্গো), বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বর্তমান; (৩) ইফতেখার হোসেন চৌধুরী (পি – ৩১১২২), সাবেক ব্যবস্থাপক (রপ্তানী), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বর্তমানে অবসরপ্রাপ্ত),; (৪) মোঃ শহিদুল ইসলাম (পি – ৩৪২১৫), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বর্তমানে কান্ট্রি ম্যানেজার, দাম্মাম, সৌদি আরব ; (৫) আমিনূল হক ভুঁইয়া (পি – ৩৪২১৬), সাবেক সহকারী ব্যবস্থাপক (চলতি দায়িত্ব/বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ার লাইনস, বর্তমানে রিজিওনাল ম্যানেজার, রিয়াদ, সৌদি আরব, (৬) মোঃ লুতফে জামাল (পি – ৩২১৪৭), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বর্তমানে অবসরপ্রাপ্ত), (৭) মোশাররফ হোসেন তালুকদার (পি – ৩১৩৭৪), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বর্তমানে অবসরপ্রাপ্ত), (৮) রাজীব হাসান (পি – ৩৩০০৭), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, (বর্তমানে অবসরপ্রাপ্ত), (৯) নাসির উদ্দিন তালুকদার (পি – ৩২১০৩), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বর্তমানে অবসরপ্রাপ্ত) ; (১০) অনুপ কুমার বড়ুয়া (পি – ৩৩০০৩), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক}, কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বর্তমানে অবসরপ্রাপ্ত ; (১১) কে. এন. আলম (পি – ৩৩২৬৫), সাবেক সহকারী ব্যবস্থাপক (চলতি দায়িত্ত্ব/বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বর্তমানে অবসরপ্রাপ্ত), (১২) মোঃ ফজলুল হক (পি -৩৪২১১), সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বর্তমানে কার্গো আমদানী শাখা ; (১৩) সৈয়দ আহমেদ পাটওয়ারী (পি – ৩২০৯৫), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বর্তমানে অবসরপ্রাপ্ত), (১৪) মনির আহমেদ মজুমদার (পি – ৩৪২২১), সাবেক সহকারী ব্যবস্থাপক (চলতি দায়িত্ত্ব/ বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বর্তমানে পিআরএল),; (১৫) এ. কে. এম. মঞ্জুরুল হক (পি – ৩২০৯১), সাবেক ব্যবস্থাপক আমদানী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও (১৬) জনাব মোঃ শাহজাহান (পি – ৩২৬৮৪), সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), কার্গো শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বর্তমানে অবসরপ্রাপ্ত),

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ : আসামিরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্গো শাখায় দায়িত্ব পালনকালে অসদুদ্দেশ্যে পারষ্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা বিশ্বাস ভঙ্গ করে নিজেরা লাভবান হয়ে নন-সিডিউল ফ্রেইটারদের লাভবান করিয়েছেন।

তারা অবৈধভাবে ৪,১১৫ টি নন-সিডিউল ফ্রেইটার কর্তৃক পরিবহনকৃত ১৩,৯৮,৯২,৪৯০ কেজি কার্গো ও মেইলের বিপরীতে জিএইচসি (গ্রাউন্ড হ্যান্ডলিং কমিটি) মেইল হ্যান্ডলিং চার্জ বাবদ ২০১২ সালে জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত আদায়যোগ্য ১,৫০,৯৩,০৭৪ মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ১১৮,০৪,১৭,০৪৮/- টাকা আদায় করেননি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস তথা সরকারের আর্থিক ক্ষতি সাধনপূর্বক দন্ডবিধির ৪০৯/৪১৮/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়।
,দুদক উপপরিচালক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ৪:২৯ অপরাহ্ণ
  • ৬:১৮ অপরাহ্ণ
  • ৭:৩৩ অপরাহ্ণ
  • ৫:৫০ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    33% 3 / 9
  • না
    66% 6 / 9