শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১১ অপরাহ্ন

৪১ ফিলিং স্টেশনকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা ভোক্তা-অধিকারের

দূরবীণ নিউজ প্রতিনিধি :
ঢাকাসহ দেশের ৫৫টি জেলায় লাই‌সেন্সের মেয়াদোর্ত্তীণ পেট্রোল পাম্প ও ফিলিং স্ট্রেশনে অভিযান চালিয়ে ৪১ ফিলিং স্টেশনকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৭ আগস্ট) অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার এক দিনেই ঢাকাসহ দেশের ৫৫টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনায় নেতৃত্বে ছিলেন, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৯ জন কর্মকর্তা।

ওই ৪১টি ফিলিং স্টেশনের মেয়াদ নেই লাই‌সেন্সের। অনিয়মে চলছে ব্যবসা। বাড়তি দাম নিয়েও পরিমাপে কারচুপি করছে ফিলিং স্টেশনগুলো। দেশের ৩২ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে এমন অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অপরাধে সারা দেশে ৪১ ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জ্বালানি তেলের মূল্য বেড়েছে ৪০ থেকে ৪২ শতাংশ। এই বাড়তি দাম নিয়েও কারচুপি করে ওজনে কম দিচ্ছে ফিলিং স্টেশনগুলো।তাদের দাহ্য পদার্থ বিক্রির লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র নেই। অনেকের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে; হালনাগাদ করেনি।

এছাড়া বেশি দামে জ্বালানি তেল বিক্রি করতে নির্ধারিত সময়ের আগেই ফিলিং স্টেশন বন্ধ রেখেছে। এসব অপরাধের দায়ে ৪১ ফিলিং স্টেশনকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, ভোক্তার অধিকারের বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৯ জন কর্মকর্তার নেতৃত্বে সারাদেশের ৫৬টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এছাড়াও পৃথকভাবে অভিযান ও বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১১১টি প্রতিষ্ঠানকে ২২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অপরদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১টি প্রতষ্ঠানকে ৫চ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১ হাজার ২৫০ টাকা দেওয়া হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12