সর্বশেষঃ
বনানীতে ৩ রেস্তোঁরাকে ৩ লাখ টাকা জরিমানা, ভুয়া ঠিকানায় ট্রেড লাইসেন্স উন্নয়নকাজে সমন্বয়হীনতায় সরকারি অর্থের অপচয় গৃহায়নের প্রকৌশলী আলম ঘুষের দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার বছিলায় সরকারি খালে নির্মাণাধীন  ৬টি বড় স্থাপনা গুড়িয়ে দিয়েছেন ডিএনসিসির মেয়র ডিএসসিসির ১ ইঞ্চি জমিও আর কেউ অবৈধভাবে দখলে রাখতে পারবে না মেয়র তাপস  RAJUK Employee Management System (REMS)-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ডেঙ্গু মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ : মেয়র আতিকুল ইসলাম শেখ হাসিনাকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও জর্জিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন শিশু আয়ানের মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট হাস্যকর : হাইকোর্ট ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

২১ আগস্ট গ্রেনেড মামলা: জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ

দূরবীণ নিউজ প্রতিনিধি:
দেশের বহুল আলোচিত ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব এই নোটিশ পাঠান। স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, সাবেক এএসপি আব্দুর রশিদ, মুন্সি আতিকুর রহমান, সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনসহ ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িতদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের ওই সম্পদ থেকে এই ১০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করতে বলা হয়েছে। এছাড়া নির্দোষ জজ মিয়ার কারাবাসের কারণে যে আর্থিক,সামাজিক ও শারীরিক ক্ষতি হয়েছে, তা তদন্তের জন্য একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে নোটিশে।

২১ আগস্টের মামলায় জজ মিয়ার জবানবন্দি: ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় আমিনবাজর এলাকা থেকে গ্রেফতার পরবর্তী ঘটনার বর্ণনা দিয়েছেন জজ মিয়া। ওই হামলার ওপর নির্মিত এক তথ্যচিত্রে গ্রেফতার পরবর্তী বিভিন্ন ঘটনার বর্ণনা দেন তিনি। ওই সময় জজ মিয়ার বর্ণনা মতে, ‘পাঞ্জাবি পায়জামা পরা দাঁড়ি আছে, তার চোখ বাঁধা, আমার চোখ খোলা ছিল। মোখলেছ সাহেব আমারে ইশারায় কইতাছে দেখছোত তো? চিন্না রাখ। পরে আমারে লইয়া গেল। আমারে চিনায়াইয়া রাখল। পরে জানি কইতে পারি, আমি চিন্না রাখলাম। পরে ওনারে আমার সাথে ওই মামলায় জড়াইয়া দিলো।’

জজ মিয়া বলেন, ‘২১ আগস্টে যে গ্রেনেড হামলা হইছে ভিডিও সিডিটা তারা ছাড়ছে। বলে দেখছোত তো? হেরা আমারে এক জায়গা চাইর পাঁচবার রিপ্লাই দেখাইছে। পরে আমারে কইতাছে, এরা এরা ছিল এদের সঙ্গে তুইও ছিলি। এই এই ভাবে আক্রমণ করা হইছে। তগো উদ্দেশ্য ছিল মারার লাইগা, তুই এইটা ফালাইয়া থুইয়া, পালাইয়া গেছত। এরা মারছে তুই এদের সাথে ছিলি। এইভাবে তুই কোর্টে বইলা যাবি।’

জজ মিয়া বলেন, ‘আমারে অনেকের ছবি দেখাই কইছে চিন্না রাখ। বাইচান্স অন্য অফিসার আইয়া তরে জিগাইতে পারে। তখন কইতে পারে এদের মধ্যে অমুকের ছবিডা বাইর কইরা দে তো। তখন তুই বাইর কইরা দিবি। তুই নিজে দোষী না অইলে আরেকজনরে দোষী করতে পারবি না।’

তিনি বলেন, ‘আমি যখন কোর্টে ইস্টেটমেন্ট ( স্টেটমেন্ট) দেই ম্যাজিস্ট্রেটের সামনে, তখন আমার সামনে ছিল মুন্সি আতিক সাব। আরও অফিসার ছিল। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর টেপ রেকর্ডার আমার সামনে রাইখা আমারে কইতাছে দেখো তুমি যদি এইটা অস্বীকার করো তাহলে এই মামলার মূল আসামি অইয়া যাইবা।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12