শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

২১শে আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে সাবেক মেয়র খোকনের আলোচনা সভা শুক্রবার

দূরবীণ নিউজ প্রতিবেদক:
১৭ বছর আগে ২১শে আগস্ট গ্রেনেড হামলা সেই রক্তস্নাত ভয়াল-বিভীষিকাময় এই দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (২০ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের (২য় তলা) জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।

এই সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত সফল মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওমর আলী।

২০০৪ সালের একুশে আগষ্টে দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে এই হামলার ঘটনা ঘটছিল। এতে দলের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। শতাধিক নেতা কর্মি হতাহত হন। তখন ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, স্বাধীন বাংলাদেশের ট্র্যাজেডির ইতিহাসে ২০০৪ সালে ২১ আগস্টের ওই সমাবেশে শেখ হাসিনা-সহ পুরো আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই এই গ্রেনেড হামলা চালানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে গ্রেনেডের আঘাতে মারাত্মক আহত হয়েছিলেন অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ। তাঁরই সন্তান আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকনও গ্রেনেডে জখম হয়েছিলেন। ওই ঘটনার পর এখন যারা জীবিত আছেন, তাদের দুঃসহ স্মৃতি নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহনের জন্য সবস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
# প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12