দূরবীণ নিউজ প্রতিবেদক:
আগুনে পুড়ে গেছে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির প্রায় এক শ’ ছোট ঘর ও দোকান। খোলা আকাশেম নিচে অবস্থান করছেন ওই বস্তির অসহায় লোকজন। কোনো কিছু বুঝে উঠার আগেই সোমবার রাতের আধারে মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির ঘর ও ছোট ছোট দোকান।
এদিকে ফায়ার সার্ভিস সদরদফতর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিভান গণমাধ্যমকে জানান, সোবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা নিয়ন্ত্রণে আসে ১২টা ৫৫ মিনিটের দিকে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় রাত ২টা ৫৫ মিনিটের দিকে। কিন্তু তার মধ্যেই কমপক্ষে ৯৮টি আধা-পাকা বস্তি ঘর ও ছোট দোকান পুড়ে যায়।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।
আগুনে পোড়ার সময় ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় যে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে আছে এবং স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস কর্মীরা এখানে-সেখানে আগুন নেভাতে কাজ করছেন।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ভোরে ধ্বংসলীলার দৃশ্য পুরোপুরি চোখের সামনে ভেসে উঠে।
রাজধানীর নিম্ন-আয়ের মানুষের বসবাসের জায়গা বস্তিতে আগুন লাগা এক নিয়মিত চিত্র এবং এতে হাজারও বস্তিবাসী প্রতিবছর গৃহহারা হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গত বছর ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের বস্তিতে আগুন লাগার ১৭৪টি ঘটনা ঘটেছিল। # সূত্র : ইউএনবি