শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

মহাখালীতে ফিরোজ ট্রেডার্সকে খাদ্য মন্ত্রণালয়ের জরিমানা

দূরবীণ নিউজ প্রতিনিধি :
চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বড় বড় আড়ৎ ও পাইকারী বিক্রেতাদের দোকানে পৃথক মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হবার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু খুচরা ও পাইকারী বাজারে চালের দাম এখনো কমছে না।

শনিবার (৪ জুন) বেলা ১১টায় খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে রাজধানীর মহাখালী কাঁচাবাজারে চালের পাইকারী দোকানে অভিযান চালিয়ে এক চাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চাল মজুত করা এবং ফুড লাইসেন্স না থাকার অপরাধে ফিরোজ ট্রেডার্সের মালিককে এ জরিমানা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন রিফাত নূর মৌসুমি।

এদিকে গণমাধ্যমকে ফিরোজ ট্র্রেডার্সের মালিক ফিরোজ বলেন, অনেকেরই ফুড লাইসেন্সের কাগজ নেই। তবে আমার দোকানে ওনারা প্রথম এসেছেন। তাই আমাকে জরিমানা করা হয়েছে। বাকিদের তিনদিনের মধ্যে লাইসেন্স নেওয়ার জন্য বলা হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খাদ্যশস্য মজুতবিরোধী ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

মজুতের বিষয়টি দেখার পাশাপাশি ব্যাবসায়ীদের বিভিন্ন লাইসেন্সের বিষয়গুলোও তদারকি করছি। এসময় সেলিম রাইচ ভান্ডারের মালিক মো. সেলিম বলেন, মিলাররা চাল বেশি দামে বিক্রি করছে। এজন্য ক্রেতারা ক্ষোভ জানাচ্ছেন। তবে আমরা খুচরা বিক্রেতারা কেজিতে দুই-তিন টাকা লাভ করে থাকি। অভিযান অব্যাহত থাকায় চালের দাম বাড়েনি। এমন অভিযান অব্যাহত থাকলে দাম আর বাড়বে না। বরং কিছুটা কমতে পারে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12