দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত নৌকার মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস রাজধানীর আরামবাগে ৯২ নম্বর বাড়িতে ভোট চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান। কারণ ওই বাড়িতেই শিশুকালে থেকেছেন, খেলেছেন তিনি।
রোববার (১৯ জানুয়ারি) মতিঝিলে নটরডেম স্কুলের পাশে নির্বাচনী প্রচার শুরু করেন তাপস। এরপর ওই এলাকার বিভিন্ন অলিতে-গলিতে প্রচার চালান তিনি।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদে কামরান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক সাঈদ উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচার চালানোর এক পর্যায়ে ওই বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ান মেয়র প্রার্থী তাপস। কিছুক্ষণের জন্য যেন ফিরে যান তার সেই শৈশবে, খুঁজে ফিরেন সেই দিনগুলোর স্মৃতি। মনে কী করতে পেরেছেন কিছু? পেরেছেন।
কেননা পুরনো সেই দিনগুলো কী ভোলা যায়? তাইতো সেই বাড়ির লোকজনকে জড়িয়ে ধরেন, কথা বলেন। কেমন আছেন তারা সেই খোঁজ নিয়েছেন। বাড়ির মুরব্বীরাও তাকে কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন। মাথায় হাত দিয়ে দোয়া করেন, দীর্ঘায়ু কামনা করেছেন।
আর আবেগাপ্লুত তাপস যেন কিছুক্ষণের জন্য ফিরে গেলেন শৈশবে! নেতাকর্মী দেখলেন সেই দৃশ্য। তারাও আবেগাপ্লুত হয়ে পড়লেন দৃশ্য দেখে।
শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার গণমাধ্যমকে বলেন, ‘মুক্তিযুদ্ধের পর পরিবারের সঙ্গে ওই বাড়িতে শৈশবের দিনগুলো কেটেছে ওনার (শেখ ফজলে নূর তাপস)।
ওনার দাদা, বাবা শেখ ফজলুল হক মনির সঙ্গে দীর্ঘদিন ওই বাড়িতে থেকেছেন তিনি। বসবাসের জন্য ধানমন্ডিতে স্থানান্তর হওয়ার আগে ওই বাড়িতেই তার দিনগুলো কেটেছে।’#