দূরবীণ নিউজ প্রতিবেদক :
বিএনপির কাউন্সিলর প্রার্থীর অভিযোগ শুনে তাকে স্বান্তনা দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় ১ নং ওয়ার্ডের নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন আতিকুল ইসলাম।
এ সময় তার সঙ্গে আতিকুল ইসলামের স্ত্রী শায়লা সাগুফতা, মেয়ে বুশরা আফরীনসহ তার আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
আতিকুল ইসলাম ভোট দিতে এলে ওই ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান সেগুন পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন।
পরে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান জানিয়ে সাংবাদিকদের আতিকুল ইসলাম বলেন, ‘আমি এসে কোনো সমস্যা দেখিনি। তবে আমি আসার সঙ্গে সঙ্গেই মোস্তাফিজুর রহমান সেগুন সমস্যার কথা আমাকে বলেছেন। আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি। আমাদের উচিত এভাবেই সবার প্রতি আচরণ করা। আমি তাকে বলেছি যে, তার অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলবো।’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও ভোটের ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানান আতিকুল ইসলাম।
“ভোটের ফলাফল যেমনই হোক মেনে নেবো। তবে, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিগত নয় মাস যেভাবে কাজ করেছি, দেশজুড়ে নৌকা যে উন্নয়ন করেছে, তা জনগণ মনে রাখবে এবং নৌকায় ভোট দেবে বলে আমার বিশ্বাস।”
প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন আতিকুল ইসলাম বলেন, ‘আঙুলের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই সব তথ্য ভেসে ওঠে। কোথাও আঙুলে কালি লাগেনি। ভোট দেওয়ার পর কনফার্ম বার্তা ভেসে উঠেছে, বেশ ভালো লাগছে।‘ # কাশেম