বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

দুদকের গ্যাটকো মামলায় ২ আসামিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদকের দায়ের করা মামলায় গ্যাটকো (গ্লোবাল এগ্রোট্রেড প্রা. কোম্পানি লিমিটেড) পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও পরিচালক সৈয়দ তানভীর আহমেদকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ মাসের মধ্যে এ মামলা নিষ্পত্তি করতে বলেছেন বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আসামি হিসেবে রয়েছেন।

বুধবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ওই মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকশ করা হয়। রায়ে মামলা বাতিলে ওই দুই জনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

২০১৮ সালের ২৫ নভেম্বর ওই রায় দিয়েছিলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। সৈয়দ গালিব আহমেদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও সৈয়দ তানভীর আহমেদের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম।

২০০৮ সালের ২৯ জুলাই মামলাটি বাতিলের রুলনিশি জারি ও মামলার কার্যক্রম স্থগিত ও আসামিদের জামিন দেন। এরপর এ রুল শুনানি শেষে ২০১৮ সালের ২৫ নভেম্বর খারিজ করে দেন হাইকোর্ট।

রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে এই দুই জনকে বিশেষ জজ আদালত-৩ এ আত্মসমর্পণ করতে বলেছেন এবং আইন অনুসারে তাদের জামিন মঞ্জুর করতে বলা হয়েছে। তবে তারা যদি জামিনের অপব্যবহার করে তাহলে তাদের জামিন বাতিল করতে পারবেন বিচারিক আদালত।

এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, অনভিজ্ঞ ও অদক্ষ গ্লোবাল এগ্রোট্রেড প্রা. কোম্পানি লিমিটেডকে বেআইনি/দুর্নীতি/ক্ষমতার অপব্যবহার করে কাজটি পাইয়ে দিয়ে নিজ এবং অন্যদের মূল্যবান লাভ/আর্থিক সুবিধা দেওয়ার মাধ্যমে সরকারের এক হাজার কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করেন।

মামলায় খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, সাবেক নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেন, তার ছেলে ইসমাইল হোসেন সায়মন, সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভীর আহমেদসহ ১৩ জনকে আসামি করা হয়।

পরে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা তদন্ত করে ২০০৮ সালের ১৩ মে ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12