শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

মেয়র তাপসের ‘মান সম্মানের বাজারমূল্য নিয়ে’প্রশ্ন সাঈদ খোকনের

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ২টি মানহানির মামলার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন ,”শেখ ফজলে নূর তাপসের ” মান সম্মানের বাজারমূল্য কত?।
সোমবার বিকেলে সাঈদ খোকনের পক্ষে তার জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমন গণমাধ্যমকে এই তথ্য জানান।

জানা যায়, আজ সোমবার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকা সিএমএম আদালতে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী সাবেক সেনা কর্মকর্তা আনিসুর রহমান এবং আরেকটি মামলার বাদী অ্যাডভোকেট সারোয়ার আলম।

এদিকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন প্রশ্ন রেখেছেন, বর্তমান মেয়র “শেখ ফজলে নূর তাপসের ” মান সম্মানের বাজারমূল্য কত?

মানহানি মামলার পূর্ণাঙ্গ বিবরণী হাতে পাওয়ার পর সেটা আমি জানতে পারবো। তিনি বলেছেন, তাপসের পক্ষে দায়ের করা মামলার আইনি মোকাবেলার পাশাপাশি রাজপথেও লড়বেন। এবার এসব বিষয়ে পুরো দেনা পাওনার হিসেব হবে, ইনশাআল্লাহ।

তবে মেয়র তাপসের পক্ষে দায়ের করা এক মামলা বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম বলেছেন, গত শনিবার আসামি সাঈদ খোকনের বক্তব্য রোবার জাতীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যােগাযােগ মাধ্যমে প্রকাশিত হয়। সাঈদ খোকন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়ে দণ্ডবিধি আইনের ৫০০ ধারায় শাস্তিযােগ্য অপরাধ করেছেন।’

আর এই অভিযোগে বাদী সরোয়ার আলম ‘ গত রোববার বিকেল ৫টায় শাহবাগ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করতে চাইলে থানা কর্তৃপক্ষ এজাহার না দিয়ে আদালতে পিটিশন মামলা দায়ের করার পরামর্শ দেন।

এমতাবস্থায় ন্যায়বিচারের স্বার্থে আসামি সাঈদ খোনের বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ধারায় অপরাধ আমলে গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করে জেলহাজতে আটক রাখার জন্য আবেদন করেছেন’/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12