শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

কারা অধিদফতরের ২ ডিআইজি প্রিজনসহ ৪ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ

দূরবীণ নিউজ প্রতিনিধি :
কারা অধিদফতরের ঢাকা ও ময়মনসিংহ কারাগারে দায়িত্বে নিয়োজিত দুই ডিআইজি প্রিজনসহ প্রভাবশালী চার কর্মকর্তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানী টিমের সদস্যরা। কারা অধিদপ্তরের প্রভাবশালী পাঁচ এই কর্মকর্তার বিরুদ্ধে মোটা অংকের ঘুষ
লেন দেন,অর্থের বিনিময়ে কারাগারে বিভিন্ন পদে জনবল নিযোগ এবং অবৈধভাবে ক্যান্টিন বাণিজ্যসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকে।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম কারাগারের ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছেন। দুদক থেকে গত ৬ জানুয়ারি সদর দফতরের কারা মহাপরিদর্শক বরাবর তাদেরকে তলবি
নোটিশ পাঠ নো হয়।

দুদক সূত্রতমে, প্রথমে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন টিপু সুলতান ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন জাহাঙ্গীর হোসেনের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর কারা সদর দফতরের জামালপুর জেলা কারাগারের জেলার আসাদুর রহমান ও বরিশাল কে›ন্দ্রীয় কারাগারের জেলার ইউনুস জামানকেও জিজ্ঞাসাবাদ করা হয।

এছাড়া সাবেক আইজি প্রিজন আশরাফুল ইসলাম ও সাবেক অতিরিক্ত আইজি প্রিজন মো. ইকবাল হাসানকে তলব করে চিঠি দেওয়া হলেও তারা উপস্থিত হননি। নোটিশে অভিযোগের বিষয়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করে কারা অধিদফতরের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12