শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

এমপি গোলাপের মামলায় ব্যারিস্টার সুমনকে আদালতে তলব

দূরবীণ নিউজ প্রতিনিধি:
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ৫০০ কোটি টাকা মানহানি ও ক্ষতিপূরণ মামলায় ঢাকার একটি আদালত আগামী ২৩ মার্চ হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। ওই মামলার সরকার দলীয় সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ। তিনি দায়ের করা মামলায় ব্যারিষ্টার সুমনের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনেছেন। ব্যারিষ্টার সুমনের করা অভিযোগে এমপি গোলাপের ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। যার ফলে তিনি ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ মো.আমিনুল ইসলামের আদালত বাদী সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের করা মামলাটি আমলে নিয়ে বিবাদীকে তলব করেছেন। একই সঙ্গে বিবদীকে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এমপি আবদুস সোবহান মিয়া গোলাপের আইনজীবী তাপস কুমার দাস। তিনি গণমাধ্যমকে বলেন,গত বুধবার আইন অনুযায়ী মামলার ফি দাখিল করি। এরপর আগামী ২৩ মার্চ আদালতে হাজির হবার জন্য বিবাদী ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সমন জারি করেন। গত ১৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি সায়েদুল হক সুমন ফেসবুকে তার (বাদী) সম্পর্কে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন। সায়েদুল হক প্রচার করেন যে, আবদুস সোবহান গোলাপ ২০১৪-১৫ সালে সংসদ সদস্য হয়ে অর্থপাচার করেছেন। সায়েদুল হকের এ বক্তব্য সত্য নয়। গোলাপ সংসদ সদস্য হয়েছেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে। সংসদ সদস্য হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে কোনো বাড়ি ক্রয় করেননি।

এতে আরও বলা হয়, আবদুস সোবহান গোলাপ ১৯৮৫ সালে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে লেখাপড়া শেষ করে উচ্চ বেতনে চাকরি করেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর তিনি মার্কিন পাসপোর্ট সমর্পণ (সারেন্ডার) করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন নেই। সংসদ সদস্য হওয়ার পর যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয়ের তথ্য বিবাদীর মনগড়া বক্তব্য। বিবাদী আগেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে মানহানিকর তথ্য প্রচার করেছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12