শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

ঋন পরিশোধের পরও ৬ তলা ভবন নিলাম, উত্তরা ব্যাংকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দূরবীণ নিউজ প্রতিনিধি:
রাজধানীর লালবাগে ‘সুদসহ ঋণের টাকা’ পরিশোধের পর একটি ৬ তলা ভবন নিলামে তোলার ঘটনায় উত্তরা ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গর্ভনরের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উত্তরা ব্যাংকের পাওনা ‘সুদসহ ঋণের পুরো টাকা’ পরিশোধের পর কেনো ওই ভবনটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। তার কারণ উদঘাটন করতেই এ কমিটি কাজ করবেন। উচ্চ আদালত একই সঙ্গে ওই ভবনটির নিলাম কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।

এছাড়াও উক্ত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ নির্দেশ বাস্তবায়ন করতেও বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বে এ আদেশ জারি করেন। আদালতে রিট মামলাটি শুনানি রাষ্ট্রপক্ষে অংশ গ্রহণ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। অপরদিকে, রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তুষার কান্তি দাস। শুনানিকালে আদালত বলেন, উত্তরা ব্যাংক তাদের গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে। এটা বড় ধরনের জালিয়াতি। মৃত ব্যক্তির নামে নিলাম বিজ্ঞপ্তি প্রচার করেছে। যা মেনে নেওয়া যায় না।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী সাংবাদিকদের বলেন, ২০১০ সালের ৩ অক্টোবর উত্তরা ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ শাখা থেকে লালবাগের বাসিন্দা মো. হামিদ উল্লাহ ১৫ লাখ টাকা ঋণ নেন। তিনি শর্ত অনুযায়ী ঋণের টাকা সুদসহ পরিশোধ করেছেন। এর মধ্যে গত ২০২১ সালের ২২ এপ্রিল মো. হামিদ উল্লাহ মারা যান। তিনি মৃতকালে ওয়ারিশ হিসেবে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। হঠাৎ করে মৃত হামিদ উল্লাহর কাছে উত্তরা ব্যাংক ১০ লাখ টাকা পাওনা দাবি করেন। ১০ লাখ টাকা আদায়ের জন্য মৃত হামিদ উল্লাহর কয়েক কোটি টাকা দামের লালবাগের ৬তলা ভবন নিলামে বিক্রির জন্য বিজ্ঞপ্তির জন্য প্রচার করে ব্যাংক।

গত ২০ অক্টোবর একটি দৈনিক পত্রিকায় এ নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিলামের জন্য ১৬ নভেম্বর দিন ধার‌্য রয়েছে। এ নিলাম বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত ৮ নভেম্বর মৃত হামিদ উল্লাহর ছেলে মো. রাসেল হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের সঙ্গে ১৫ লাখ টাকা ঋণের সুদসহ ২৪ লাখ টাকা পরিশোধের সব নথি আদালতে দাখিল করেন।
রিটের শুনানি নিয়ে গত ১৩ নভেম্বর উত্তরা ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ শাখার ম্যানেজার তলব করে ছিলেন হাইকোর্ট। তলবে তিনি এদিন ব্যাংকের ম্যানেজার আবু ইউসুফ পাটোয়ারী হাইকোর্টে হাজির হন। কিন্তু তিনি ঋণ পরিশোধের পরও ৬তলা ভবন নিলামে তোলার ঘটনার কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে আদালত এ ঘটনা তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। পাশাপাশি নিলাম কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12