দূরবীণ নিউজ প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজহার গ্রহণ করেন এবং তদন্ত কর্মকর্তাকে আগামী ১৩ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য গত ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ্ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনের আলোতে রাস্তা থেকে নজিরবিহীন এ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে গত ৯ মার্চ দিনগত রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।
ছিনতাইয়ের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া ৪ বক্সের মধ্যে ৩ বক্স উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উত্তরার লা মেরিডিয়ান হোটেলের সামনে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এক পর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিন জনকে তিনটি বক্সসহ ওই ৭ জনকে আটক করা হয়েছে।
সিকিউরিটি কোম্পানি মানি-প্লান্ট লিঙ্কের টাকা আনা-নেওয়ার বিষয়টি ছিনতাইকারীরা অনেকদিন ধরে ফলো করছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ছিনতাইকারীদের হাতে কোনও অস্ত্র ছিল না। আমরা তদন্তে বেশ কয়েকজনের নাম পেয়েছি। পরিচালকসহ আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ৭জনকে। # কাশেম