দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর কড়াইল বস্তিতে নিজের স্ত্রী হাসি খাতুনের (২৪) ও তার ৫ বছরের সন্তান (ছেলে) নীরবকে হত্যার দায় স্বীকার করেছে ঘাতক রুবেল। রোববার (৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে রুবেল।
রোববার বিকেলে হাসি খাতুন ও তার ছেলে নীরব হত্যা মামলায় ঘাতক রুবেলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। পরে রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে, তার জবানবন্দি রেকর্ড করেন ওই আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস। এরপর আদালত রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার (৩ এপ্রিল) রাজধানীর তুরাগ থানাধীন কামার পাড়া কাঁচামালের আড়তের সামনে থেকে র্যাব-১ এর সদস্যরা রুবেলকে গ্রেফতার করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সাত বছর আগে হাসি খাতুনের (২৪) সঙ্গে বিয়ে হয় রুবেলের। ৫ বছর বয়সী ছেলে নীরবকে নিয়ে রুবেল ও হাসি কড়াইল বস্তিতে বাস করতেন। ৫ মাস আগে তারা ঢাকা ছেড়ে কুমিল্লার বাড়িতে চলে যান। কিন্তু শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে ছেলে নীরবকে নিয়ে ১৯ মার্চ ঢাকায় চলে আসেন হাসি খাতুন।
২২ মার্চ রুবেলও ঢাকায় আসেন স্ত্রী ও ছেলেকে ফিরিয়ে নিতে। এ কথা শুনে হাসি ছেলেকে নিয়ে বাসা থেকে চলে যান। হাসির মা ও ভাই-বোন রুবেলকে বুঝিয়ে বাসায় নিয়ে আসেন। ২৩ মার্চ রাত ২টা পর্যন্ত হাসি ও রুবেলের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া চলে। হাসির বোন বৈশাখীর সঙ্গে ঘুমিয়ে ছিল নীরব।
২৪ মার্চ ভোর ৪টার দিকে রুবেল বড় শ্যালিকা বৈশাখীকে ডেকে জানান, হাসি অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছেন। এরপর নীরবকে ঘুম থেকে তুলে নিয়ে যান রুবেল।
রুবেল বৈশাখীকে জানান, সে হাসিকে খুঁজতে যাচ্ছে। আধা ঘণ্টা পর রুবেল বাসায় এসে বৈশাখীর কাছে ২০০ টাকা চায়। নীরবকে নিয়ে কুমিল্লায় চলে যাবে বলে জানান রুবেল। নীরব কোথায়, বৈশাখী তা জানতে চাইলে রুবেল বলেন, ‘ওকে চায়ের দোকানে বসিয়ে রেখে এসেছি।’ বৈশাখীর কাছে টাকা না পেয়ে শ্যালক মেহেদীর কাছ থেকে ৫০০ টাকা নিয়ে চলে যান রুবেল।
সকাল সাড়ে ৮টার দিকে হাসির বাবা মো. হাতেম ও বৈশাখীর কাছে ফোন দিয়ে রুবেল জানতে চান, হাসিকে খুঁজে পাওয়া গেছে কিনা? হাসিকে পাওয়া যায়নি বলে জানান হাতেম। তখন রুবেল বলেন, ‘বাসার পেছনে বিলের মধ্যে খোঁজ করলে হাসির লাশ পেয়ে যাবেন।’
নীরব কোথায় জানতে চাইলে রুবেল বলেন, ‘তাকেও মেরে ফেলেছি। মায়ের পাশে ওর লাশ পাবেন।’ হাসির পরিবারের লোকজন ঝিলে হাসি ও তার ছেলের লাশ দেখতে পান। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় রুবেলকে আসামি করে ২৪ মার্চ বনানী থানায় মামলাটি দায়ের করেন হাসির বাবা।/