শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

বিইউবিটি’র নতুন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) ভাইস চ্যান্সেলর পদে যোগ দিয়েছেন স্বনামধন্য প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান। বুধবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে ভাইস চ্যান্সেলর পদে যোগ দান করেছেন তিনি।

বিইউবিটির সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) জিসান আল যুবাইর গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনে দীর্ঘকাল (প্রায় ৪ দশকেরও বেশি) কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য মোঃ আব্দুল হামিদ তাঁকে এ পদে নিযুক্ত করেন।

ইতোপূর্বে প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস এর ভারপ্রাপ্ত ডিন ছিলেন এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগে শিক্ষকতা করেছেন। ১৯৭৪ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) এর ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণিসহ বিএসসি (স্নাতক, সম্মান) পাস করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৭৭ সালে তিনি একই বিভাগ থেকে এমএসসি পাস করেন ও ২০০৮ সালে বুয়েট হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

দীর্ঘ কর্মজীবনে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ে প্রশাসনিক দায়িত্বও পালন করেন। ‘আই-ট্রিপল-ই বেস্ট পেপার (যুক্তরাষ্ট্র, ১৯৯৪)’ সহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে। সর্বশেষ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) এর প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন বিদগ্ধ এই অধ্যাপক। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12