শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

অলরাউন্ডার কিকেটার সাকিবকে ফেসবুকে হত্যার হুমকি দাতার জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
অলরাউন্ডার, ক্রিকেটার সাকিব আল হাসানকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দাতা মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এই আসামির জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের জারি করা রুলে আগামী ৪ সপ্তাহের মধ্যে এই আসামিকে কেন জামিন দেয়া হবে না,সংশ্লিষ্টদের কাছে তার জবাব চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রুল জারি করে আদেশ দেন।
গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

আজ মঙ্গলবার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল হালিম কাফি ও মো. জাহাঙ্গীর হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, আদালত তাকে জামিন না দিয়ে জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করেন।

গত বছরের ১৪ নভেম্বর রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন মহসিন তালুকদার। ফেসবুকে লাইভ ভিডিওতে তলোয়ার উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দেন। এরপর ১৭ নভেম্বর সুনামগঞ্জ থেকে মহসিন তালুকদারকে র্যাব গ্রেফতার করে।

এ নিয়ে ১৬ নভেম্বর রাতে উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ বাদী হয়ে মহসিনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মহসিন সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।

কালীপূজার একটি অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন ওই যুবক। সে সঙ্গে অকথ্য ভাষায় সাকিবকে গালাগালি করেন।

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভে এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিবকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পূজার নিমন্ত্রণে অংশ নেয়া এবং এক ভক্তের মোবাইল ভাঙার বিষয়ে পরে নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12