দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর রামপুরা থানার বনশ্রীতে অবস্থিত মিনা বাজার ও স্বপ্ন সুপার শপকে ওজনে কম দেওয়া, পঁচা ও নিম্মমানের পণ্য বেশি দামে বিক্রির অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি)।
শনিবার (২ মে) বিভিন্ন অনিয়মের অভিযোগে এই দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করে ডিএনসিআরপির সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল জানান, পেঁয়াজ ও আদায় ওজনে কম দেয়ার অপরাধে মিনা বাজারকে এবং ইলিশ মাছ বিক্রির সময় ওজনে কম দেয়া ও পঁচা শাকসবজি বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে স্বপ্ন সুপার শপকে জরিমানা করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি, কেক বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে শুভেচ্ছা জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা ও পেমেন্টলেস সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহায়তা করেন। #