দূরবীণ নিউজ প্রতিবেদক :
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মহামারি করোনা যুদ্ধে প্রকৌশলী পরিবারের ডাক্তার সদস্য নিয়ে টেলিমেডিসিন সেবা চালু করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই টেলিমেডিসিন সেবা চালু করেছে।
দেশের যে কেউ ০৯৬১১৮৮৮১১১ নাম্বারে ফোন দিয়ে টেলিমেডিসিন সেবা নিতে পারবেন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। যেখানে পর্যায়ক্রমে ৩৪ জন বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে সেবা দিচ্ছেন। ডাক্তাররা প্রতিদিন ১ ঘন্টা করে রোস্টারিং এর মাধ্যমে সেবা প্রদান করছেন।
পরবর্তীতে কোন রোগী যদি তার কোন টেষ্ট রিপোর্ট ডাক্তারকে দেখাতে চান তাহলে [email protected] এই মেইলে সাবজেক্টে ডাক্তারের নাম/কোড লিখে রিপোর্ট এটার্চ করে মেইল করবেন।
সংশ্লিষ্ট ডাক্তার সময়ানুযায়ী পেসেন্টের রিপোর্ট দেখে পরবর্তী করনীয় ঠিক করে দিবেন। তাই এই মহামারি করোনার সময় ঘরে বসে দেশের যে কেউ চিকিৎসা সেবা পেতে ০৯৬১১৮৮৮১১১ নাম্বারে কল করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। # প্রেস বিজ্ঞপ্তি ।