আবুল কাশেম, দূরবীণ নিউজ :
প্রাণঘাতি করোনাভাইরাসের হিংস্রতায় কর্মহীন, অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়েছে রাজধানী উত্তরা ৪ নং সেক্টর সচেতন নাগরিক ফোরাম নামে একটি স্বেচ্ছা সেবী সংগঠন।
ডিএনসিসির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা ১০ আসনের সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিনের সার্বিক দিক নির্দেশনার আলোকে সামাজিক দায়বদ্ধতা থেকে উত্তরা ৪ নং সেক্টর সচেতন নাগরিক ফোরাম করোনাভাইরসের এই দুর্যোগ মূহুর্তে দুস্হ, অসহায় , কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে।
স্বেচ্ছাসেবী এই সংগঠনটির আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব মর্তুজা আলীর পাশে দাড়িয়েছেন নাইম, লিয়াকত , রিপন, সাব্বির ,আবদুর রহমান,জাহাঙ্গীর, আজাদ,আশিক, মাসুদ, ইয়াছিন, হারিজ , সাইদুল সহ প্রায় ২৫ জন সদস্য আন্তরিকতাসহ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন ।
এই ফোরামের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, দেশে করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে অসহায় লোকজনের মাঝে সামর্থ অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থকবে।
ইতোমধ্যে ‘সচেতন নাগরিক ফোরামের’ উদ্যোগে উত্তরায় ৪ নম্বর সেক্টরেে দুস্হ, অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে প্রথম পর্যায়ে ৫০০ পরিবারকে, দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ২০০ পরিবারকে এবং তৃতীয় দফা বুধবার (২৯ এপ্রিল) এক হাজার পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন আইটেমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১কেজি চিনি ,১ কেজি পেঁযাজ ও সাবানসহ প্রয়োজনীয় উপকণ বিতরণ করা হয়।
এছাড়া এই ফোরামের পক্ষ থেকে করোনাভাইরাস মোকাবিলায় এলাকা বাসিকে সচেতন করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিয়মিত লিফলেট বিতরণ ও সরকারি নির্দেশনা মেনে চলতে মাইকিং করা হচ্ছে এবং বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ায় জন্য এলাকার বাসিকে অনুরোধ জানানো হচ্ছে। #কাশেম