দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৯ এপ্রিল ) সকালে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে সাংবাদিক খোকনের লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে সকাল ১১টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের ঈদগাহ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হুমায়ুন কবির খোকনের অকাল মৃত্যুতে আজ বুধবার কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হুমায়ুন কবির খোকনকে করোনায় প্রথম শহীদ সাংবাদিক হিসেবে অাখ্যায়িত করে শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, খোকনের মৃত্যুতে আমরা একজন সজ্জন সহকর্মীকে হারালাম। একজন ভাল মানুষ হিসেবে তার অভাব পূরণ হওয়ার নয়। একই সাথে জাতি একজন সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক কলম যোদ্ধাকে হারালো।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তার শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে। সেখানে আইসিইউতে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিলো। পরে কোভিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষায় দেখা যায় তিনি পজিটিভ।
আজ আনুষ্ঠানিকভাবে আইইডিসিআর হুমায়ূন কবির খোকনের করোনা পজেটিভ কনফার্ম করেছে । করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম সাংবাদিক হলেন হুমায়ূন কবির খোকন।
এদিকে তার স্ত্রীসহ তিন সন্তানের মধ্যে ২ সন্তান আইসোলেশনে রয়েছেন। রিজেন্ট হাসপাতালের তত্ত্বাবধানেই থাকছেন তারা। তাদের জন্য সকলের দোয়া চাওয়া হয়েছে।
কর্মজীবনে একজন সাংবাদিক ছিলেন মরহুম হুমায়ূন কবির খোকন। তিনি দৈনিক মাতৃভুমি, আজকের কাগজ, আমাদের সময়, আমাদের নতুন সময়, দৈনিক মানবজমিন পত্রিকায় কাজ করেছেন। মৃত্যুর আগ মুহূর্তে তিনি বহুল প্রচারিত দৈনিক সময়ের আলো প্রধান প্রতিবেদক ছিলেন। # প্রেস বিজ্ঞপ্তি ।