দূরবীণ নিউজ ডেস্ক :
সরকারের আর্থিক ক্ষতিপূরণ কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে কোনও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী এই ভাইরাসের আক্রান্ত হলে বা মৃত্যুবরণ করলে ৫ থেকে ৫০ লাখ টাকা দেওয়া হবে। ২৩ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়।
ওই পরিপত্রে আরো বলা হয়েছে, কোভিড সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত সরকারের অন্যান্য কর্মচারীও ক্ষতিপূরণ পাবেন।
এতে জানানো হয়, গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত (প্রথম শ্রেণি) কেউ কোভিডে আক্রান্ত হলে ১০ লাখ এবং মৃত্যুবরণ করলে পাবেন ৫০ লাখ টাকা। ১০ম থেকে ১৪তম গ্রেডের কেউ কোভিডে আক্রান্ত হলে সাড়ে ৭ লাখ এবং মারা গেলে ৩৭ লাখ পাবেন। ১৫তম থেকে ২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে ৫ লাখ পাবেন এবং মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা।
গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড আক্রান্তের তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। এরই মধ্যে এই ভাইরাসে চিকিৎসক, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চিকিৎসকও। # কাশেম