দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজঢ়ানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ বিকাশ ও রকেট ব্যাংকিং প্রতারক চক্র নানা কৌশলে সহজ সরল লোকজনকে ফ্যাঁদে ফেলে মুহুর্তের মধ্যে মোবাইল থেকে সমুদ্বয় টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রতিদিন দেশের বিভিন্ন এলকা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এই চক্রের সদস্যরা প্রথমে মোবাইলে ফোন করে , বিকাশ ও রকেট ব্যাংকিং এর গোপন নম্বর এবং পাস ওয়ার্ডটি জেনে নেয়। কখনো বা গ্রাহকের মোবাইল ব্যাংক একাউন্ট রেজিষ্ট্রশনের মিথ্যা কথা বলে গোপন পাসওয়ার্ডটি জেনে নেয়।
আরো জানা যায়, প্রতারকরা তাদের নম্বরগুলো- ; ০১৮৪১০৪০০৪৭ , ০১৩১৫৩৫৩৫৪২ , ০১৮১৯৭৬৪৯৯১। ই নম্বরগুলোর মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিকাশ একাউন্ট প্রতারণা পূর্বক গ্রাহকের ব্যক্তিগত তথ্য হ্যাক করে এই চক্রটি সরলমনা লোকদেরকে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ৷
প্রতারক চক্রকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য দিয়ে সহযোগিতা করছে বিকাশ কোম্পানীর কিছু অসাধু কর্মচারী৷ এব্যাপারে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি নম্বরগুলো ট্র্যাকিং করে জড়িত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। #