দূরবীণ নিউজ ডেস্ক :
রংপুর থেকে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ৫দিন পর গাজীপুরের শ্রীপুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। মুক্তিপণের দাবীতে অপহরণকারীকে মাঈনুদ্দিন (৩২) গত সোমবার দিবাগত রাতে আটক করা হয়েছে। সে লালমনিরহাট জেলা সদর থানার দুরাকুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিক্সা চালক ।
এদিকে র্যাব-১’র গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, গত ১৫ এপ্রিল সকালে রংপুরের পীরগাছা উপজেলার বাড়ি থেকে নবম শ্রেণীর ছাত্রী ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ ও ধর্ষণ করে মাঈনুদ্দিন।
পরদিন ১৬ এপ্রিল অপহরণের কথা জানিয়ে খুন ও গুমের হুমকি দিয়ে অপহৃতার পরিবারের কাছে ৫লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারী মাঈনুদ্দিন। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (এলেন বাড়ী) এলাকায় অপহরণকারী মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে।
এ গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় জালাল উদ্দিনের বাড়ী থেকে অপহৃতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার ও অপহরণকারী মাঈনুদ্দিনকে আটক করে।
র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরনকারী মাঈনুদ্দিন জানায় রংপুরের বোনের বাড়ির পাশে ভিক্টিমের বাড়ির। বোনের বাড়ীতে আসা-যাওয়ার সুবাদে অপহৃতার পরিবারের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। ভিকটিমকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তার বাড়ি থেকে অপহরণ করে।
পরে শ্রীপুরের মুলাইদ (এলেনবাড়ী) এলাকায় স্থানীয় জালালের বাড়ি ভাড়া নিয়ে ভিকটিমকে ঘরে আটক করে তার ইচ্ছার বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষন করে। # কাশেম