দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) করোনা পরিস্থিতিতে প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভারব্রিজ, কোয়ারেন্টাইন্ড এলাকা, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ছিটানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১০টি ওয়াটার বাউজারের (পানির গাড়ি) সাহায্যে ১ লাখ ৫৪ হাজার লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক তরল ছিটানো হয়েছে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার উত্তরা ৭, ১০নং সেক্টর, মিরপুর-১, কাজীপুরা, গুদারাঘাট, মিরপুর সাড়ে ১১, পল্লবী, পুরবী হল, মিরপুর-১২, মিরপুর-২, মিরপুর-১৪, উত্তর কাফরুল, দক্ষিণ কাফরুল, ইব্রাহিমপুর, টোলারবাগ, মোহাম্মদপুর, জেনেভা ক্যাম্প, জাকির হেসেন রোড, টাউনহল, বসিলা রোড, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, গণভবন সংলগ্ন এলাকা, গুলশান, বারিধারা, বাড্ডা, বাংলা মটর, ইস্কাটন রোড, উত্তর বাড্ডা, মিরপুর ৮নং কমিউনিটি সেন্টার সংলগ্ন বিভিন্ন সড়ক, মিরপুর-১৩ ও পার্শ্ববর্তী এলাকায় তরল জীবাণুনাশক ছিটানো হয়। ডিএনসিসির উদ্যোগে এ পর্যন্ত মোট ৩৫ লাখ ৩৭ হাজার লিটার তরল জীবাণুনাশক প্রায় ৫ কোটি ৩১ লাখ বর্গফুট এলাকায় ছিটানো হয়।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে অহেতুক ঘর বাইরে এসে আর্ড্ডা দেওয়া কিংবা ঘুরাঘরি করতে থাকায় উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২ ব্যক্তিকে মোট ৬০০টাকা জরিমানা করেন। আজও ডিএনসিসির অন্যান্য এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। তবে দণ্ড প্রদানের মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি। # কাশেম