দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীসহ সারাদেশেই করোনার হিংস্র থাকায় মহা সঙ্কটে রয়েছেন দেশের মানুষ। এই পরিস্থিতিতে বাসা -বাড়ির মালিকদেরকে অন্তত এক মাসের ভাড়া মওকুফের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি।
মঙ্গলবার (৭ এপ্রিল ) ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট আবেদ রাজা এক বিবৃতিতে এই অনুরোধ জানান।
তিনি বিবৃতিতে আরো উল্লেখ করেছেন, করোনাভাইরাসের কারণে এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারির জন্য সরকারের নিকট দাবি জানান।
বর্তমান পরিস্থিতিতে ভাড়াটিয়াদের চরম দুর্দশা বিবেচনা করে সহৃদয়শীল বাড়ি মালিকগণ ভাড়া মওকুফ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এরআগে গত ২৯ মার্চ সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আরিফুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এক মাসের বাড়ি ভাড়া মুওকুফের জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি একই সাথে অসহায় ও কর্মহীণ লোকজনের জন্য সাধ্যমত খাবার নিয়ে এগিয়ে আসার জন্যও অনুরো জানিয়েছেন।
এরপর ঢাকা উত্তর সিটির নব নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম নিম্ম আয়ের লোকজনের এক মাসের বাড়ি বাড়া মওকুফের জন্য সংশ্লিষ্ট বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এদিকে গত ২১ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে রাজধানীর জুরাইনে বাড়ির মালিক শিউলী হাবিব ঘোষণা করেছেন করোনার কারণে চলতি বছরের মার্চ মাসের বাড়ি ভাড়া মওকুফ করেছেন। তার বাড়ির সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন তিনি।
শিউলী হাবিব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। সবকিছু মানবিক দিক থেকে বিবেচনা করা উচিত । #