দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনায় আক্রান্ত দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) ও সরকারের উপসচিব জালাল সাইফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান ইন্তেকাল করেন। জ্বর-কাশি নিয়ে গত ৩০ মার্চ থেকে ওই কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এক শোক বার্তায় জালাল সাইফুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একআসাথে মরহুমেের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় দুদক চেয়ারম্যান বলেন, জালাল সাইফুর রহমান একজন সৎ, দক্ষ, মেদাবী ও উচ্চ নৈতিকতা সম্পন্ন কর্মকর্তা ছিলেন।
তাঁর এই অকাল মৃত্যুতে দুদক প্রশাসনের একজন মেধাবী চৌকস কর্মকর্তাকে হারালো। এই মৃত্যূতে তাঁর পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি দুদক চেয়ারম্যান গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নিহত দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের জানাজার –ছবি
মহান আল্লাহর অশেষ রহমতে পরিবারের সদস্যগণ এই গভীর শোক ও বেদনা কাটিয়ে উঠবেন মর্মে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।
এদিকে অনলা্ইন নিউজ পোটাল ”দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকমের’ পরিবারের পক্ষ থেকেও দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। একআসাথে মরহুমেের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবাং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা হয়েছে। # কাশেম