আবুল কাশেম , দূরবীণ নিউজ :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মুহাম্মদ এমদাদুল হক প্রকাশ্যে দিবালোকে কর্মহীন অসহায় মানুষকে সাহায্যের নামে তামাশা করেছেন।
তিনি মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে রাজপথে গাড়ির ভেতর থেকে অসহায় লোকজনকে উদ্দেশ্য করে এক শত টাকা নোটের বান্ডি ছুড়ে মারেন। আর ওই টাকা কুড়িয়ে নেয়ার জন্য অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়েন। তারা টাকা কুড়িয়ে নিতে নিজেরা ধাক্কা ধাক্কি করতে থাকেন।যখন অসহায় লোকজন রাস্তার ওপর পড়ে থাকা টাকাগুলো কুড়িয়ে নিতে জড়ো হয়ে কাড়াকাড়ি করতে থাকেন। ঠিক সেই সময় গাড়ির ভেতর বসে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মুহাম্মদ এমদাদুল হক মনে হয় খুব মজা পাচ্ছিলেন।
গত মঙ্গলবারের সায়েন্স ল্যাবরেটরি মোড়ে রাজপথে গাড়ির ভেতর থেকে অসহায় লোকজনকে একশত টাকা নোটের বান্ডি ছুড়ে মারা এবং টাকা কুড়িয়ে নিতে হুমড়ি খেয়ে পড়া লোকজনের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ভাইরাল হয়েছে। ফেসবুকে নানা ধরনের মন্তব্য আসতেছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মুহাম্মদ এমদাদুল হকের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনী পদক্ষে নেওয়ারও দাবি উঠেছে।
প্রধানমন্ত্রীর নিদেশ :
এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হবার আশঙ্কা এবং ভয়াবহ মহামারি বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কল -কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
একই সাথে বড় বড় সপিংমল হাট বাজার এমনকি গনপরিবহন পর্যন্ত বন্ধ করা হয়েছে। যাতে লোকজনের সমাগত না হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারের জারি করা আদেশ দেশের সাধারণ লোকজন মেন নিয়েছেন। আজ স্বেচ্ছায় নিজ নিজ বাসা বাড়িতে গ্রহবন্দি জীবন যাপন করছেন।
করোনা পরিস্থিতিতে কর্মহীন ও হতদরিদ্র অসহায় মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহায়তা দিচ্ছেন সমাজের অনেক হ্নদয়বান ব্যক্তিরা। তবে তারা নিরাপদ দূরত্ব বজায় রেখেই লোকজনকে ত্রাণ সামগ্রী দিচ্ছন।
ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম, ভার প্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফ এবং ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাও কি সুন্দরভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। কিন্তু তাদেরকে তো ত্রাণ সামগ্রী ছুড়ে মারতে দেখা যায না।
তা হলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কেনো নিজের গাড়ির ভেতর থেকে টাকা ছুড়ে মারলেন। অবশ্যই এই ঘটনার তদন্ত হওয়া উচিত # কাশেম