দূরবীন নিউজ প্রতিবেদক :
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হওয়া ঠাকুরগাঁয়ের এক শিশুসহ পাঁচজনের শরীরে করোনাছে ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েেছে আইইডিসিআর।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় ওই হাসপাতালের আইসোলেশন বিভাগের ইনচার্জ হুমায়ুন কবির নোমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন । তিনি বলেছেন ,ওই পাঁচজনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আইইডিসিআর থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছায়।
সেখানে তাদের শরীরে করোনাভাইরাস না পাওয়ার কথা জানানো হয়। গত শনিবার রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে রুহুল আমিন, স্ত্রী মোমেনা, শিশুসন্তান রোহান, ভাই ইসমাইল ও তার স্ত্রী আফরিনাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়।
রোববার সকালে তাদের শরীরের নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। সন্ধ্যায় ঠাকুরগাঁও সিভিল সার্জনের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আবারও ঠাকুরগাঁয়ে পাঠানো হয়।
তিনি জানান রুহুল আমিন নামের ওই যুবক ঢাকায় সম্রাটের ক্যাসিনো ক্লাবে চাকরি করতেন। গত ২৩ মার্চ তিনি মাদারীপুরের শিবচরে গিয়েছিলেন।
সেখান থেকে ২৫ মার্চ নিজ বাড়িতে এলে এলাকাবাসী তাকে আটকে রেখে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করিয়েছিল। # কাশেম