দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগরভবন চত্ত্বর, নগরীর বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে, টার্মিনাল, জনসমাগম স্থল, কাঁচা বাজার, সদরঘাট নৌ টার্মিনাল এবং হাসপাতাল সংলগ্ন সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে শুরু করেছে।
বুধবার (২৫ মার্চ) ডিএসসিসির উদ্যোগে ৮ টি ওয়াটার বাউজার গাড়ি নগরীর রাস্তা -ঘাট ব্যপক জনসমাগম স্হল, রেল স্টেশন, সদরঘাট নৌ- টার্মিনাল, কাচা বাজার ইত্যাদি এলাকায় জীবানু নাশক স্প্রে কার্যক্রম শুরর বিষয়টি দূরবীণ নিউজকে নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
তিনি আরো জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা সরকারের নির্দেশনা এবং মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের পরামর্শে নগরীতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রমটির পুরোদমে শুরু করেছেন। আর এই কার্যক্রম নিয়মিত চলতে থাকবে । # কাশেম