দূরবীণ নিউজ প্রতিবেদক :
কারাবন্দি বেগমখিালেদা জিয়ার মুক্তি হলে তার বাসার সামনে দলীয় নেতাকর্মীরা ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বিএনপি গুলশাল কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অনুরোধ জানান।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি’র নেতা- কর্মীরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করে আসছিল। ঠিক সেই মুহূর্তে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে তার মুক্তির আবেদন করেন। তবে, সরকার শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য বেগম জিয়ার মুক্তি দিচ্ছেন।
এর আগে বেগম জিয়ার মুক্তির বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিদেশে গমন না করার শর্তে প্রধানমন্ত্রীর আদেশে খালেদা জিয়ার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এ সময় তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে। বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে গিয়েও তিনি চিকিৎসা নিতে পারবেন। তবে তাকে ঢাকার নিজ বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে এবং এই সময় তিনি বিদেশ যেতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে মুক্তি দিলেই এ আদেশ কার্যকর হবে। # কাশেম