দূরবীণ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সবাইকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। হাঁচি, কাশি আসলে কাপড় দিয়ে নাক ঢেকে রাখতে হবে বা কনুই দিয়ে হাতটা ঢেকে রাখতে হবে। যেখানে-সেখানেছেনযাওয়া যাবে না।
আর বিদেশ থেকে যারা আসছেন তারা এখানে-সেখানে ঘুরে বেড়াবেন না। কারণ আপনি তো নিজে সংক্রমিত হতে পারেন, নিজের পরিবারকে করবেন, আবার আরও ১০ জনের মাঝে ছড়াবেন। কাজেই অন্যের জীবনকে এভাবে বিপদগ্রস্ত করা মোটেই সমীচীন নয়। সবাই এ ব্যাপারে সচেতন হবেন, এটাই চাই।’
শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনকে নৌকা মার্কায় আমি ভোট দিয়ে আসছি। আমরা চাই জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুক। জনগণ নৌকায় ভোট দেবে। ইনশাআল্লাহ জয়যুক্ত হবো।’
তিনি বলেন, ‘এখন সারাবিশ্বে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।। বিশ্বের ১৮১টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। আর সেই অবস্থার মধ্যে এই নির্বাচনটা হতে যাচ্ছে। যখন চীনে করোনা ভাইরাস দেখা দিলো, তখন থেকেই আমরা কিন্তু সব ধরনের ব্যবস্থা নিয়েছি।
সেখান থেকে ৩১৫ শিক্ষার্থীকে ফিরিয়ে এনে তাদের ১৪দিন কোয়ারেন্টিনে রেখে ছেড়েছি। যারাই বিদেশ থেকে আসছেন তাদের আমরা পরীক্ষা করছি। আর যার ভেতরে এতটুকু সন্দেহ আছে, তাকে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’
তিনি বলেন, ‘কীভাবে এই ভাইরাস থেকে আমরা জনগণকে মুক্ত রাখতে পারি, সেভাবে প্রতিদিনই এ ধরনের ব্যবস্থা নেওয়া এবং তা প্রচারেরও ব্যবস্থা করে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইইডিসিআর এই ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং তারা বিষয়টি নিয়ে গবেষণা করে যাচ্ছে।
সেই দিক থেকে বলবো, বাংলাদেশ এখনও মোটামুটি ভালো আছে। তবে বিদেশ থেকে যারা আসছেন, তারা অনেক সময় এর বাহক হয়ে থাকেন। যারা বিদেশ থেকে আসছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সবার নিরাপত্তার জন্য ১৪টা দিন যাতে কোয়ারেন্টিনে থাকেন। তার মাধ্যমে যাতে তার পরিবারের সদস্য ও সাধারণ জনগণ কেউ যেন সংক্রমিত না হয়, সেই ব্যাপারে তাদের নিজেদের সতর্ক থাকতে হবে।’ # কাশেম