দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০-এ।
শুক্রবার ( ২০ মার্চ) বিকাল পৌণে ৪টায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা: নাসিমা সুলতানা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, নতুন আক্রান্ত তিনজনের একজন নারী ও বাকি দু’জন পুরুষ। নারীর বয়স ৩০, পুরুষ দু’জনের একজনের বয়স ৩০ ও অপরজনের ৭০। এর মধ্যে ৭০ বছর বয়সী ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার পূর্বের কিছু রোগ রয়েছে।
তিনি আরো জানান, আক্রান্ত নারী ইতালিফেরত একজনের দ্বারা আক্রান্ত হয়েছে। পুরুষ দু’জনও ইউরোপফেরত কারো সংস্পর্শ পেয়েছেন।
নাসিমা সুলতানা জানান, আজ পর্যন্ত আইসোলেশনে আছেন ৩০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন। মৃতের সংখ্যা পূর্বেরটিই আছে অর্থাৎ একজন। # কাশেম