দূরবীণ নিউজ প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ১৭ মার্চ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে সকালে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘মুজিববর্ষের ঘোষণা- সর্বস্তরে বঙ্গবন্ধুর চেতনা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেশবরেণ্য কবি রবীন্দ্র গোপ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু, ছড়াকার বীরমুক্তিযোদ্ধা শেখ নুরুদ্দিন, কবি জাহানারা জানি, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য বীরমুক্তিযোদ্ধা শেখ নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, মোঃ আনারুল হক, কবি খাদেমুল ইসলাম, মোঃ জামাল হোসেন, আ হ ম মোস্তফা কামাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে- ভাষা আমাদের বাংলা, জাতিতে আমরা বাঙালি, ধর্মে আমরা নিরপেক্ষ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল-এ দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতী তথা শ্রমজীবী মেহনতি মানুষের উন্নতি। তাদের ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানের গ্যারান্টিসহ বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করা।
শান্তি, স্বস্তি, শৃঙ্খলা ও জান-মালের নিরাপত্তার ব্যবস্থা তথা আইনের শাসন প্রতিষ্ঠা করা। সকল নাগরিকের জন্যে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। বাঙালির নিজস্ব ভাষা ও সংস্কৃতির আলোকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর উপরি উক্ত আদর্শ-লক্ষ্যকে সামনে রেখে ১৯৭১ সালে বাঙালি জাতি বঙ্গবন্ধুর ডাকেই ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে।
১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ হয়তো জন্ম হতো না। বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের শপথ হোক সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকবো।
বেলা সাড়ে ১১ টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনাসভায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে কবি খাদেমুল ইসলাম রচিত ‘মুজিব মানে বাংলাদেশ’ গানের এ্যালবাম উপস্থিত লোকজনদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।