দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর মহাখালীতে একটি ৯তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রোববার (১৫ মার্চ) বেলা পৌনে ৩টার দিকে মহাখালী হাজী শাহাবউদ্দিন কমপ্লেক্সে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের জানান, মহাখালীর রসুলবাগ এলাকার রয়েল ফিলিং স্টেশনের পেছনে ওই ভবনে আগুন লাগে।
খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ভাষ্য, ওই এলাকায় পানির সংকট ছিল। এ অবস্থায় ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের স্পেশাল ওয়াটার টেন্ডার এনে আগুন নেভাতে হয়েছে।
জানা গেছে, ভবনটির ৯তলায় মালিকের একটি গুদাম রয়েছে। ইউনিভার্সাল নার্সিং কমপ্লেক্স, এ জে আর পার্শেল অ্যান্ড কুরিয়ার ও এমইউ ফ্যাশনস নামে একটি অফিস রয়েছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। # কাশেম