দূরবীণ নিউজ প্রতিবেদক :
সাংবাদিকদের ওপর হামলা, ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমূলক ও হয়রানীর প্রতিবাদে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ের সামনে ১৬ মার্চ দুপুর ১২ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক নেতারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজানো ও হয়রানীমূলকএসব মামলা প্রত্যাহার র দাবিত জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ বৃহস্পতিবার ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলুর বিরুদ্ধে চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। পুরান ঢাকার এক বাসিন্দা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
এদিকে গত ৯ মার্চ সোমবার ক্র্যাব সদস্য ও মানবজমিনের স্টাফ রিপোর্টার আল-আমিনের বিরুদ্ধে শেরে-বাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।
মানহানির অভিযোগ এনে দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল-আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর। # প্রেস বিজ্ঞপ্তি ।