দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে রূপনগর বস্তির একশত ঘর আগুনে পুড়েছে। তবে আগুন লাগার কারণ কেই বলতে পারছেন না। ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, আগুনে বস্তির এক শ’র বেশি বসতঘর পুড়ে গেছে।
বুধবার (১১ মার্চ) সকালে মিরপুরে রূপনগর বস্তিতে আগুন লাগে। টানা তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়।
গণমাধ্যমকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।সকাল পৌনে ১০টার দিকে বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আশপাশের মানুষ তাদের দমকলকর্মীদের সাহায্য করে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম রুপনগর পোড়া বস্তিবাসীদের কাছে ছুটে যান। তিনি বস্তিবাসীদের জন্য একটি স্থায়ী সমাধান দেখতে চান।
বুধবার মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত রূপনগর বস্তি পরিদর্শনে এসে মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, আগুন লাগার ঘটনা শুধু একবারই ঘটেনি। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। এই এলাকায় যাদের জায়গা, যাদের স্থায়ী ঠিকানা বস্তি তাদের আবাসনের জন্য এবং তারা যেন স্থায়ীভাবে থাকতে পারে এবং অতি দ্রুত তাদের স্থায়ী সমাধান কিভাবে হতে পারে সেজন্য আমাদের উদ্যোগী হতে হবে। # কাশেম