দূরবীণ নিউজ প্রতিবেদক :
নোয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানাবিধ অনিয়মের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক।কারণ ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারের যথাযথ মান নিশ্চিত করা হয় না। এছাড়া সেবা প্রত্যাশীদের নানাভাবে ভোগান্তি ও হয়রানি এবং তাঁদের সাথে দুর্ব্যবহার করা হয়।
সোমবার (৯ মার্চ) দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন- ১০৬ এ অভিযোগের ভিত্তিতে দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, দুদক টিম সরেজমিন অভিযান পরিচালনান্তে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা প্রদানে অধিকতর জনঘনিষ্ট হবার সুপারিশ প্রদান করে। এছাড়াও টিম হাসপাতালের সরবরাহকৃত খাবার যথাযথ মানের কি-না, তা যাচাই করে দেখে।
তিনি আরো জানান, দুদক টিম নোয়াখালী পৌরসভার স্টেট অফিস কর্তৃক অবৈধভাবে প্রভাব খাটিয়ে জনসাধারণের জমি দখল করার অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করেছে।। অভিযানকালে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট জমিসমূহের নথিপত্র সংগ্রহ করে। নথিপত্র বিশ্লেষণপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে।
বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ হতে একটি অভিযান পরিচালিত হয়েছে। টিম অভিযানকালে সাভারের নির্বাহী প্রকৌশলীর সাথে অভিযোগের বিষয়ে আলোচনা করে এবং অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। নথিপত্র বিশ্লেষণ করে টিম কমিশনে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়া প্রকল্পের অর্থ অপরিকল্পিতভাবে ব্যয় করে সরকারি অর্থের অপচয়সাধনের অভিযোগে, সরকারি বালুমহালের টোল আদায়ে অনিয়মের অভিযোগে, সরকারি জায়গা অবৈধভাবে দখলপূর্বক মার্কেট নির্মাণের অভিযোগে এবং অবৈধভাবে স্কুলের কাজ কেটে বিক্রয় করে অর্থ আত্মসাতের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, কুষ্টিয়া জেলা কার্যালয় এবং পাবনা জেলা কার্যালয় হতে ৪টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #কাশেম