দূরবীণ নিউজ প্রতিবেদক :
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিদ্যালয় সংস্কার কাজের টাকা আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
রোববার (১ মার্চ) দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন -১০৬ এ এক অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, অভিযানকালে দুদক টিমের সদস্যরা খোকসা উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেড় লাখ দেড় লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা এবং ২০টি বিদ্যালয়ে ২ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা বিদ্যালয় সংস্কার কাজের জন্য বরাদ্দ প্রদান করা হয়।
কিন্তু উক্ত বরাদ্দসমূহের বিপরীতে প্রদর্শিত ভাউচার অনুযায়ী সকল কাজ করা হয়েছে মর্মে দেখানো হলেও সরেজমিন অভিযানে টিম বরাদ্দকৃত অর্থ অনুযায়ী যথাযথভাবে ব্যয়ের প্রমাণ পায়নি।
সার্বিক বিবেচনায় এক্ষেত্রে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থের আত্মসাৎ হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনের প্রতিবেদন উপস্থাপন করা হবে।
এছাড়াও রাজধানীতে বৈদ্যুতিক সরঞ্জাম কেনার দরপত্র আহবানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবং সিলেটে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ যথাক্রমে প্রধান কার্যালয় এবং সিলেট জেলা কার্যালয় হতে ২টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। # কাশেম