সর্বশেষঃ
দিল্লির মূখ্যমন্ত্রী রেখাকে চুলের মুঠি ধরে চড়, যুবক আটক সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা ডাকসু নির্বাচন: তন্বীর সম্মানে একটি পদ ফাঁকা রেখেছে ছাত্রদল মধ্যপ্রাচ্যে আটকে না থেকে ইউরোপ-জাপানে দক্ষ শ্রমিক পাঠানোয় জোর: আসিফ নজরুল দুর্নীতির দায়ে দুদকের দুই উপ-পরিচালক সাময়িক বরখাস্ত চাঁদা না পেয়ে দলবল নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি ভুটানকে হারিয়ে সাফে স্বপ্নযাত্রা শুরু বাংলাদেশের প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া নিয়ে যা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মাইলস্টোন স্কুলের তিন শিক্ষক মানবতা-সাহসিকতার জন্য জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

জাতীয় বই মেলায় ‘মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের স্টল’

আবুল কাশেম (দূরবীণ নিউজ ) :
এবার আন্তর্জাতিক মাতৃভাষা ‘একুশ ফেব্রুয়ারি’ উপলক্ষে বাংলা একাডেমীতে অনুষ্ঠিত জাতীয় বই মেলা শেষ পর্যায়ে এসে বেশ জমে উঠেছে। জাতীয় বই মেলা ঘুরে দেখা যায় অধিকাংশ বইয়ের স্টলই বই ক্রেতা এবং দর্শনাথীদের বেশ ভীড় জমে আছে। অনেকে বিভিন্ন লেখকের বই দেখছেন আবার অনেকে পছনের লেখকের বই ক্রয় করছেন। এই বই মেলা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে বলে জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধুর জীবনী,মহান ভাষা আন্দোলন, বাংলাদেশ, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ঢাকার ইতিহাস, বঙ্গবন্ধুর ঘনিষ্ট পুরান ঢাকার কৃতি সন্তান ও ঢাকার সফল মেয়র মোহাম্মদ হানিফের রাজনৈতিক জীবন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনের কর্মতৎপরতা নিয়েও প্রকাশিত বাই , সাময়িকী জাতীয় বই মেলা পাওয়া যাচ্ছে।

এছাড়াও জাতীয় বই মেলায় এবার অধিক সংখ্যক নবীন প্রবীণ কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখকের গল্প, কবিতা, ছড়া, উপন্যাস, ভ্রমণ কাহিনী, নদী- পরিবেশ, দেশ-বিদেশের কাহিনী এবং সমসাময়িক রাজনীতির ওপর লেখা প্রচুর বই এসছে।জতিীয় বই মেলায় বাংলা একাডেমীর চত্ত্বরে বইয়ের একটি স্টল চোখে পড়েছে ‘মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের’ নামের। এই স্টলটি পরিচালনার দায়িত্বে আছেন ওই সংসদের সভাপতি মোহাম্মদ মানিক ও তার লোকজন। এই স্টলে সাজানো বইয়ের মধ্যে বেশ কিছু আকর্ষণীয় বই চোখে পড়েছে।

বইগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, মুজিব দ্য গ্রেট- বইটির মূল্য ১৭৫ টাকা লেখকের নাম রেজা ঘটক, মুজিববর্ষ- বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী বইটির মূল্য ১২০ টাকা লেখকের নাম মোহাম্মদ আলী নূর, হ্নদয় জুড়ে শেখ রাশেল বইটির মূল্য ১২৫ টাকা লেখকের নাম এমকে মাহমুদ, ছোটদের বঙ্গবন্ধু- স্বাধীনতা ও বাংলাদেশ বইটির মূল্য ১২৫ টাকা লেখকের নাম নূর মোহাম্মদ সিরাজী, বঙ্গবন্ধু ও একটি রক্তাক্ত মহান স্বাধীনতা বইটির মল্য ১২৫ টাকা লেখকের নাম হুমায়ুন কবির রঞ্জু , বঙ্গবন্ধু ও বাংলাদেশ বইটির মূল্য ২৫০ টাকা লেখকের নাম শাহ নেওয়াজ ফাহাদ, বঙ্গবন্ধুর স্নেহের মোহাম্মদ হানিফ বইটির মূল্য ২০০ টাকা সম্পাদনায় এমসি দাস, জনতার মেয়র মোহাম্মদ হানিফ বইটির মূল্য ২০০ টাকা লেখকের নাম নওশের আলী হিরা, প্রকৃতি ও আমাদের দূষণমুক্ত পরিবেশ বইটির মূল্য ৪০০ টাকা লেখলকের নাম মোহাম্মদ সাঈদ খোকন, বৃহত্তর ঢাকা জেলার প্রত্নকীতি বইটির মূল্য ৩০০ টাকা লেখকের নাম আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া। এছাড়া মেয়র মোহাম্মদ হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনেক তথ্যবহুল প্রকাশিত সাময়িকীটিও বইয়ের স্টলে রয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বাংলা একাডেমীতে ‘মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের’ নামে নেওয়া বই  স্টলে কথা হয় এই সংসদের সভাপতি মোহাম্দ মানিকের সাথে। ওই সময় বই কিনতে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা ইকবাল কবির খাদেম সাহেব।  মানিক সাহেব ঢাকা দক্ষিণ সিটির সাবেক কর্মকর্তার ইকবাল কবির খাদেম সাহেবের হাতে একটি বই তুলে দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12