দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুদপুরে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৫) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তার সাথে ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক আবদুল খালেক মজুমদারসহ ডিএনসিসির কর্মকর্তা ও কর্মরাচীরা।
এ সময় ঢাকা উদ্যান হাউজিংয়ের রাস্তার উপর নির্মিত মূল গেট এবং ১টি নির্মাণাধীন গেট অপসারণ করা হয়েছে। সানি মার্ট, ডেইলি শপ ও এপেক্স নামক ৩টি চেইন শপ এর বিদেশী ভাষায় লিখিত সাইনবোর্ডসহ মোট ২০টি সাইনবোর্ড/বিজ্ঞাপন অপসারণ করা হয়েছে।
এছাড়া চন্দ্রিমা উদ্যান হাউজিংয়ে ১টি নির্মাণাধীন গেট অপসারণ করা হয়। সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার অপরাধে ৩টি হোল্ডিংয়ের মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা ও লাইসেন্সবিহীন ২টি দোকান মালিক থেকে ৩ হাজার জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। # কাশেম